ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

দুদকের হাতে সাবেক ব্যাংক ম্যানেজার ধরা

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৪৭  
আপডেট :
 ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৫

দুদকের হাতে সাবেক ব্যাংক ম্যানেজার ধরা
প্রতীকী ছবি

নোয়াখালীতে অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ নুরনবী চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক। বুধবার বেলা ১টায় মাইজদী কেজি স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নুরনবী চৌধুরী নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার সূবর্ণচর শাখা ও চরবাটা শাখার ম্যানেজার ছিলেন। ম্যানেজার থাকাকালে বিভিন্ন ব্যক্তির যোগসাজসে গ্রাহকদের ঋণ দেয়ার কথা বলে স্বাক্ষর নিয়ে ঋণ না দিয়ে নিজে উত্তেলন করে আত্মসাৎ করেছেন। এ টাকার পরিমাণ প্রায় বিশ লাখ টাকা।

এ ব্যাপারে নোয়াখালী দুদকের সহকারী পরিচালক বাদী হয়ে তার বিরুদ্ধে ৩টি এজাহার দাখিল করেন। এজাহার সূত্রে জানা গেছে, ৫১ জন গ্রাহকের নামে তিনি টাকা উত্তোলন করেন।

জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুরনবী চৌধুরীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত