ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

স্কুল ব্যাগে ধারালো অস্ত্র, পাঁচ শিক্ষার্থী বহিস্কার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫০

স্কুলেরব্যাগে ধারালো অস্ত্র বহনের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।

বহিস্কৃত শিক্ষার্থীরা হলো : এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান, শাহাদাত হোসেন, দশম শ্রেনীর ছাত্র হামিম মৃধা, নাঈম সিপাহী ও নবম শ্রেনীর ছাত্র রাসেল হাওলাদার।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নুরুল আলম বলেন, সিনিয়র-জুনিয়র ছাত্রদের দ্বন্দের কারণে হামলার উদ্দেশে ছাত্ররা স্কুল ব্যাগে করে ধারালো চাকু ও চাপাতি নিয়ে বুধবার সকালে বিদ্যালয়ের ক্লাশরুমে প্রবেশ করে। বিষয়টি আমার জানতে পেরে তাৎক্ষনিক তাদের ব্যাগ তল্লাশী করে ধারালো ৩টি চাকু ও ২টি চাপাতি উদ্ধার করেন। এ নিয়ে বেলা সাড়ে এগারোটার দিকে স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে সর্বসম্মতিক্রমে হামলার পকিল্পনাকারী ওই পাঁচ ছাত্রকে স্কুল থেকে টিসি দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত