ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীর কারাদণ্ড

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৮:১৩

কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীর কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামুন হাওলাদার নামে এক ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কারাদণ্ডের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান। মামুন হাওলাদার তালতলী উপজেলার কচুপাতরা গ্রামের মতিউর হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান, ড্রেজার ব্যবসায়ী মামুন বেশ কিছুদিন ধরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এ খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে তিনি অভিযান চালিয়ে 'বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০' এর ৫ ধারায় ওই ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, অভিযান চালিয়ে ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়েছে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত