ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শীতে অপরূপ জাফলং

  হৃদয় আলম

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৪:২৮  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২০, ১৫:৫৩

শীতে অপরূপ জাফলং

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন এলাকা জাফলং। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে এখানে। জাফলংয়ের প্রধান আকর্ষণ মেঘালয় পাহাড়ের কোলে পিয়াইন নদ। ষড়ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে জাফলং।

বর্ষায় পিয়াইন নদে উপচে পড়া পানি থাকলেও শীতে পানি একদমই কমে যায়। হেঁটে পার হওয়া যায় নদের এপার থেকে ওপার।

স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের এ সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ স্বাদ।

সীমান্তের ওপারে ভারতীয় পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করতে সক্ষম।

এখানে রং-বেরঙের পাথর পর্যটকদের বিশেষভাবে নজর কাড়ে। তাছাড়া দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও লক্ষ করার মতো। সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে এই শীতে জাফলং হতে পারে আদর্শ স্থান।

  • সর্বশেষ
  • পঠিত