ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ভিডিও ফুটেজ দেখে স্বর্ণ উদ্ধার, যুবক গ্রেপ্তার

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৬:২৯

ভিডিও ফুটেজ দেখে স্বর্ণ উদ্ধার, যুবক গ্রেপ্তার

ভিডিও ফুটেজ দেখে চুরি যাওয়া মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত আসামি সুমনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তার বাসা থেকে স্বর্নালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমন পাবনা সদর উপজেলার সাদীপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।

পাকশী ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ২৬ ডিসেম্বর নতুন রুপপুর এলাকার আব্দুল খালেকের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের দিন তার ঘর থেকে ১টি মোবাইল ফোন ও সোনার গহনা চুরি হয়। বাড়িতে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে খালেক একজনকে আসামি করে ঈশ্বরদী থানায় অভিযোগ করেন। ঈশ্বরদী থানা পাকশী ফাঁড়িকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব প্রদান করেন।

ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম ভিডিও ফুটেজের ছবি ও মোবাইল ফোনের লোকেসন ট্র্যাকিং করে সুমনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশ গত ৩ জানুয়ারি মামলা দায়ের করে আসামিকে পাবনা আদালতে পাঠায়। সুমনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে স্বর্ণালংকার চুরি করার কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে তার ভাড়া বাসার টিভির ট্রলির ভেতর থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত