ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

বলদখাল বিলের অবৈধ বাঁধ অপসারণ করল প্রশাসন

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ০২:৪৩

বলদখাল বিলের অবৈধ বাঁধ অপসারণ করল প্রশাসন

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বলদখাল বিলের সাথে আত্রাই নদীর সংযোগস্থলের অবৈধ বাঁধ অপসারণ করেছে প্রশাসন।

শনিবার সকালে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের উপস্থিতিতে এ অপসারন অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবুল হাসান জানান, দীর্ঘদিন থেকে কিছু অসাধু ব্যক্তি নদী দখল করে বাঁধ দিয়ে পুকুর বানিয়ে মাছ চাষ করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে গেছে। যার ফলে পদ্মবিলসহ আশেপাশের কয়েক হাজার হেক্টর জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্থানীদের দাবীর প্রেক্ষিতে তদন্ত করে দেখা যায়, নদী দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছ বেশ কিছু পুকুর। এতে নদীটি একেবারে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে অন্তত সাতটি পুকুরের পাড়ের বাঁধ কেটে পানি প্রবাহের পথ তৈরি করা হয়েছ । এতে করে পদ্মবিলের প্রায় দুই হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসন হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত