ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টির পরেই ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ, বার্তা আবহাওয়ার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১১:০৭

বৃষ্টির পরেই ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ, বার্তা আবহাওয়ার
প্রতীকী ছবি

সকাল হতে না হতেই রাতের যে হালকা শীত ছিল, তা উধাও। বেলা গড়াতেই সূর্য যেন গ্রীষ্মের খরতাপ নিয়ে হাজির। চার দিন আগেও যে শীতের অনুভূতি ছিল, তা বোঝার উপায় নেই।

তবে রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে এই বৃষ্টি কমে যাবে। এরপর তাপমাত্রা কমতে থাকবে। সেটা ভয়ঙ্কর শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী ২ দিনে রাতের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। তার পরবর্তী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার মেঘমুক্ত আকাশ ও কুয়াশা কম থাকায় সূর্যের আলো অনেকক্ষণ বেশি ছিল। পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত