ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নওগাঁয় বীরাঙ্গনাদের সংবর্ধনা

  নওগাঁ প্রতিনিধি :

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৪:২৩

নওগাঁয় বীরাঙ্গনাদের সংবর্ধনা

নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামে মহান মুক্তিযুদ্ধের ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ। রোববার সকালে আতাইকুলা গণকবরের পাশে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা ও তাদের পরিবারের সদস্যদের হাতে সন্মাননা ও শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আতাইকুলা গ্রামে রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনী আক্রমন করে। তারা নিরিহ গ্রামবাসীর উপড় নির্যাতন চালায়। ব্রাস ফায়ার করে ৫২ জনকে হত্যা করে। দীর্ঘদিন অবহেলিত থাকার পর এবছর বীরাঙ্গনাদের নাম তালিকা ভূক্ত করে স্বকৃতি দেয় সরকার।

  • সর্বশেষ
  • পঠিত