ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

স্কুলে অসামাজিক কাজের দায়ে প্রধান শিক্ষক বহিস্কার

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৫:১১  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০২০, ১৫:৫৭

ত্রিশালে প্রধান শিক্ষক বহিস্কার

ময়মনসিংহের ত্রিশাল হরিরামপুর ইউনিয়ন মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক নিয়ামুল বাক্কীর বিরুদ্ধে অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ থাকায় সাময়িক বহিস্কার করা হয়েছে। শনিবার স্কুলের এডহক কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত হয় নেয়া হয়।

এ বিষয়ে স্কুলের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, স্কুলের অর্থ আত্মসাৎ,স্বাক্ষর জাল করে বেতন উত্তোলন ও মহিলা শিক্ষিকার প্রতি অশালীন আচরন করায় তাকে সাময়িক বহিস্কার এবং ৩ সদস্য তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে তাকে স্থায়ী বহিস্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো।

তিনি আরো বলেন, দিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষক সাময়িক বহিস্কার হওয়ায় আনন্দ মিছিল করেছে। জানাযায়- এর আগেও এই শিক্ষক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের এক স্কুল থেকে নারী কেলেংকারির দায়ে বহিস্কার হয়েছিলেন।

এ ব্যাপারে রবিবার দুপুরে বিদ্যালয়ে খোজ নিয়ে জানাযায় নিয়ামুল বাক্কী বিদ্যালয়ে আসেননি,এমন কি তার ব্যবহ্নত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত