ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

নরসিংদীতে বাউল শিল্পী শরিয়তের মুক্তির দাবি

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ২২:০৭

নরসিংদীতে বাউল শিল্পী শরিয়তের মুক্তির দাবি

নরসিংদী জেলা বাউল শিল্পী পরিষদের উদ্যোগে শরিয়ত সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে শত শত বাউল শিল্পীরা র‌্যালিসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শিল্পীরা বলেন, একটি কুচক্রী মহল গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গানকে নষ্ট করার জন শিল্পী শরিয়ত উল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবি জানান তারা। অন্যথায় বৃহৎ আন্দোলন করা হবে বলে জানান তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নরসিংদী বাউল শিল্পী পরিষদের সভাপতি মোঃ কামাল মোল্লা, আর এ লায়ন সরকার, ইসমাইল সরকার, মুক্তিযোদ্ধা হাকিম দেওয়ান, কাজীমুদ্দিন সরকারসহ বাউল শিল্পীরা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত