ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আনোয়ার খানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রামগঞ্জে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২০, ১৯:০১  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০২০, ০৯:২১

রামগঞ্জে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামগঞ্জ উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৩ মেগাওয়াট। এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি নেই।

সোমবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সরকারি দলের সদস্য আনোয়ার হোসেন খানের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় রামগঞ্জ উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৩ মেগাওয়াট। ভবিষ্যতে চাহিদা বাড়লে সে অনুযায়ী সরবরাহ বাড়ানো হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত