ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বরিশালে জব্দকৃত ৬৫ মণ জাটকা দুঃস্থদের মাঝে বিতরণ

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ১৬:৫২

বরিশালে জব্দকৃত ৬৫ মণ জাটকা দুঃস্থদের মাঝে বিতরণ

বরিশাল দপদপিয়া ব্রিজের টোলঘর এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ ‍অভিযান চালিয়ে ৩টি যাত্রীবাহী বাস থেকে ৬৫ মণ জাটকা জব্দ করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর রসুলপুর কোস্টগার্ড কার্যালয় থেকে জব্দকৃত জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ‍আবু সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর টোলঘর ‍এলাকায় অভিযান চালায়। ‍এ সময় পটুয়াখালীর কালাইয়া বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বেপারী নামের ২টি বাস এবং যাত্রীবাহী অন্তর পরিবহন তল্লাশী চালিয়ে ৬৫ মন জাটকা জব্দ করা হয়। তবে কেউ মালিকানা স্বিকার না করায় কাউকে ‍আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত