ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

নোয়াখালীতে ল’ ক্লার্ক আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ০২:১২

নোয়াখালীতে ল’ ক্লার্ক আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আইনজীবী সহকারি এ্যাক্ট (ল’ ক্লার্ক) আইন বাস্তবায়নের দাবি নিয়ে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবী সহকারিরা।

মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে আইনজীবী সমিতির সহকারী ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও কেন্দ্রীয় যুগ্ম সাংঠনিক সম্পাদক জসিম ও সিনিয়র সদস্য মোঃ বেলাল হোসেনসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, ল’ ক্লার্ক আইন বাস্তবায়ন আইনজীবী সহকারিদের দীর্ঘদিনের এবং প্রাণের দাবী। ১৯৮৪ সাল থেকে আইনজীবী সহকারিরা এ আইন বাস্তবায়নের জন্য ধরনা দিয়ে আসছে। কিন্তু কোনো সরকার এ দাবি মেনে নেয়নি। এবার আইনজীবী সহকারিরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছেন। আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

তারা বলেন, প্রায় সকল পেশার ক্ষেত্রে আইন থাকলেও আইনজীবী সহকারিদের জন্য কোনো আইন নেই। ফলে একদিকে যে যার মতো করে যত্রতত্র গুরুত্বপূর্ণ এ পেশায় নিয়োজিত হচ্ছে, অপর দিকে সাধারণ মানুষও নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সুতরাং আইন হলে পেশাদারিত্ব বজায় থাকবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত