ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে ৬ দিনব্যাপী ওরশ শুরু

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৬:৫৯

রামগঞ্জে ৬ দিনব্যাপী ওরশ শুরু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শামপুর দায়রা শরিফে জিন্দাপীর হযরত শাহ সুফি জকিউদ্দিন আল-হোছাইনী বাবা শামপুরী চিশতি আল-কাদেরী (রাঃ) এর ১৬১তম ৬ দিনব্যাপী ওরশ বুধবার থেকে শুরু হয়েছে।

শামপুর দায়রা শরীফের খাদেমুল ফোকারা শাহজাদা হযরত মাওলানা সাইয়্যেদ গোলাম সাখজারী সাবের হোসাইনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রতি বছরের ন্যায় বুধবার বাদ এশা হযরত শাহ সুফি সাইয়্যেদ মারুফ হোসাইনী সাজ্জাদাগোস্তারী (রাঃ) রুহপাকের ওপর ফাতেহা শরীফ ও তবারক বিতরণের মধ্যদিয়ে ওরশ শুরু হবে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রধান মোনাজাত পরিচালনা করবেন আজমির শরীফের সাহেব শাহজাদা শাহ সুফি সৈয়দ বদরুদোজা চিশতী। এছাড়া রোববার বাদ আছর আখেরী মুনাজাত ও তবারক বিতরণের মধ্যদিয়ে ওরশের সমাপ্তি ঘটবে।

করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন, ওরশের আগতদের জন্য প্রতিবারের ন্যায় এবারো কয়েকটি স্তরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ওরশ মেলার মাঠে সকল প্রকার জুয়ার আসন নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত