ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৮:১৯

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের কারণে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান ১১ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত শাহ আলমের (৪৬) বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালার রশিকনগর গ্রামে। বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, যৌতুকের দাবিতে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকালে শাহ আলম ঘরের মধ্যে তার স্ত্রী কোহিনূর বেগমের শরীরের কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে সে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়।

এ ঘটনার চারদিন পর কেহিনুরের ছোট ভাই আলম মিয়া দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। পরে ১ অক্টোবর কহিনূর বেগম মারা যান।

মামলাটি তদন্ত শেষে পুলিশ একই বছরের ৯ ডিসেম্বর শাহ আলমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারকাজ শুরু হয়।

ঘটনার পর আট বছর পলাতক থাকার পর ২০১৭ সালের ১০ জুন আসামিকে আটক করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত