ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

সংযোগ রেখেই লাইন পরিষ্কারে পাঠানো হলো যুবককে, অতঃপর...

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৪৭  
আপডেট :
 ২২ জানুয়ারি ২০২০, ১৮:৫৯

সংযোগ রেখেই লাইন পরিষ্কারে পাঠানো হলো যুবককে, অতঃপর...

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ পরিষ্কারকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নকর্মী ফারুক মোড়লের (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানার পুটিখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।

স্থানী আব্দুল মতিন জানান, বিদ্যুত সংযোগ পরিষ্কার করছিল পল্লী বিদ্যুতের কর্মী ফারুক মোড়ল। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও, বিদ্যুত বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করেনি। এ কারণে ফারুক মোড়ল বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে।

ঘটনার বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ওই সময় বিদ্যুত সংযোগ ছিলো না। কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

বিদ্যুত সংযোগ না থাকলে বিদ্যুতস্পৃষ্ট হলো কিভাবে- এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুতকর্মী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। বিস্তারিত বিদ্যুত বিভাগের কর্তৃপক্ষ বলতে পারবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত