ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে কৃষিঋণ নিয়ে সংসদে আনোয়ার খানের প্রশ্ন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৯:১৪

রামগঞ্জে কৃষিঋণ নিয়ে সংসদে আনোয়ার খানের প্রশ্ন

রামগঞ্জে বিনা সুদে কৃষিঋণ বিতরণ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সরকরি দলের সদস্য ড. আনোয়ার হোসেন খান। বুধবার বিকেলে সংসদ অধিবেশনে তিনি এ প্রশ্ন রাখেন।

আনোয়ার খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি অর্থ বছরে রামগঞ্জ উপজেলায় বিনা সুদে কৃষি ঋণ দেয়ার পরিকল্পনা আপাতত নেই। তবে স্বল্পসুদে কৃষিঋণের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

এদিন সংসদে আনোয়ার খান প্রশ্ন রাখেন রামগঞ্জ উপজেলায় হতদরিদ্র কৃষকদের বিনা সুদে রিন দেয়ার পরিকল্পনা সরকারের আছে কিনা? জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ কৃষকদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করে থাকে। কিন্তু আমানতকারীদেরকে ব্যাংকের পক্ষ হতে সুদ দিতে হয়। ফলে কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা সম্ভব হয় না।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত