ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

গাঁজা বিক্রেতার ১২ বছরের কারাদণ্ড

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ২১:৩১

গাঁজা বিক্রেতার ১২ বছরের কারাদণ্ড

গাঁজা ও অ্যালকোহল বিক্রয় ও মজুদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের বাকেরগঞ্জের মাদক ব্যবসায়ী শাহজাহান মোল্লা সাজুকে পৃথক দুটি ধারায় ১২ বছরের কারাদণ্ড ১২ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনালের বিচারক। গাঁজায় ৭ বছর ও ৭ হাজার টাকা এবং এ্যালকোহলে ৫ বছর ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাজু উপজেলার কলসকাঠি গ্রামের আয়নাল মোল্লা ওরফে আনু মোল্লার ছেলে।

বেঞ্চ সহকারি হুমায়ুন কবির জানান, ২০১১ সালের ১৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ডিএডি শফিকুল আলম কলসকাঠি সাজুর বসত ঘরে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও ৩০ বোতল অ্যালকোহল উদ্ধার করে মামলা দায়ের করেন। একই বছর ১৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই কামাল পাশা একমাত্র সাজুকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেন।

ট্রাইব্যুনাল ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দু’টি ধারায় ১২ বছরের কারাদণ্ড ও ১২ হাজার টাকা জরিমানা করেন। তবে উভয় সাজা একত্রে চলবে বলে জানিয়েছেন বেঞ্চ সহকারি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত