ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বৃদ্ধির দাবি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১১:২৩

সরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বৃদ্ধির দাবি

দ্রব্যমূল্যের বাজার দর বিবেচনায় ৩০ শতাংশ বেতন বৃদ্ধি চান চান ১৬ থেকে ২০ গ্রেডের (পুরাতন চতুর্থ শ্রেণি) কর্মচারীরা। এছাড়া সুদবিহীন গৃহনির্মাণ ঋণ চান, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলন, আউটসোর্সিং নিয়োগ বন্ধ, ৩০ শতাংশ পোষ্য কোটা চালুসহ মোট ৯ দফা দাবি জানিয়েছে সরকারের প্রান্তিক পর্যায়ের কর্মচারিদের এ সংগঠন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন ‘বাংলাদেশ ১৬ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (বাচসকস)’ কেন্দ্রীয় কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য ২০১৫ বেতন কমিশনের মাধ্যমে বেতন বৃদ্ধি করা হয়। কিন্তু বিদ্যুৎ, পানি, গ্যাস ও দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের জন্য স্বল্প বেতনে জীবন যাপন করা দুরূহ হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ নবম বেতন কমিশন গঠন করা দরকার।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো—বর্তমান নিয়ম অনুযায়ী ৪, ৮ ও ১২ বছর পূর্তিতে আপার স্কেল প্রদান করা; পেনশনের হার বৃদ্ধি করা; সুদবিহীন গৃহনির্মাণ ঋণ সহজ করা; ব্লক পদ বিলুপ্ত করে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা; সব নিয়োগের ক্ষেত্রে ৩০ শতাংশ পোষ্য কোটা চালু করা; অফিসার্স ক্লাবের মতো সরকারি কর্মচারী ক্লাব প্রতিষ্ঠার জন্য এক একর জমি প্রতীকী মূল্যে বরাদ্দ দেওয়া এবং সচিবালয়ে জাতির পিতার একটি ভাস্কর্য ও প্রধানমন্ত্রীর নামে দৃষ্টিনন্দন তোরণ ও কর্নার স্থাপন করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু সায়েমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত