ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

২০০ টাকায় রোগী দেখেন অষ্টম শ্রেণি পাশ বিশেষজ্ঞ!

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৭:৪৯  
আপডেট :
 ২৩ জানুয়ারি ২০২০, ১৮:০২

২০০ টাকায় রোগী দেখেন অষ্টম শ্রেণি পাশ বিশেষজ্ঞ!

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার থেকে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ আব্দুল মালেককে আটক করেছে পুলিশ। ফার্মেসির নামে একটি চেম্বার খুলে জনপ্রতি ২০০ টাকা করে নিয়ে রোগী দেখেন তিনি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক ভুয়া চক্ষু বিশেষজ্ঞ আব্দুল মালেক (৫৫) শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার বাসিন্দা।

ঝাউডাঙ্গা এলাকার স্থানীয়রা জানান, গত এক বছর ধরে ঝাউডাঙ্গা বাজারে ঝাউডাঙ্গা ফার্মেসি নামে একটি চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন আব্দুল মালেক। চিকিৎসা ফি নেন দুইশ' টাকা। গত একমাস আগে মাইকিং করে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগীদের আহ্বান করে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামবাসী একত্রিত হয়ে চেম্বারে গিয়ে তার কাগজপত্র দেখতে চায়। এ সময় আব্দুল মালেক চিকিৎসার কোন কাগজপত্র দেখাতে পারেনি। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে বলে স্বীকার করেন। তারপর ভারতে গিয়ে আয়ুর্বেদিক একটা সার্টিফিকেট করেছেন বলে জানায় আব্দুল মালেক। তবে তারও কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে সদর থানার এসআই মানিক তাকে থানায় নিয়ে যায়।

এসআই মানিক বলেন, আব্দুল মালেক ভারতে লেখাপড়া করেছে বলে জানিয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসার ভারতীয় একটি সার্টিফিকেট রয়েছে তার। সেটিও সঠিক কিনা যাচাই করা হয়নি। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত