ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সড়কে সব ধরনের তিন চাকার যানবাহন চলাচলের অনুমতির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম থানার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনের সড়ক অবরোধ করা হয়।

চালকরা বলছেন, সিএনজি চালিত তিন চাকার যানবাহন ছাড়াও ব্যাটারি চালিত ভ্যান ও রিকশা মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ আটক করে ডাম্পিং করে।

তারা বলেন, ফিডার সড়ক দিয়ে চলাচল করলেও মহাসড়ক অতিক্রম করতে হয়। কিন্তু হাইওয়ে পুলিশের কারণে তারা তিন চাকার যানবাহন চালাতে পারছে না। ফলে শত-শত গরিব চালক ও শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন। পাশাপাশি কয়েকশ তিন চাকার যানবাহন আটক করে কুন্দারহাট হাইওয়ে ফাঁড়িতে ডাম্পিং করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে বগুড়া-নাটোর রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ অবরোধ স্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের সাথে কথা বলেন।

পরে তিনি হাইওয়ে পুলিশ সুপারের সাথে ফোনে এ বিষয়ে কথা বলেন। হাইওয়ে পুলিশ তিন চাকার যানবাহন চালকদের দাবি বিবেচনা করার আশ্বাস দিলে একঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত