ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

সরকারি কর্মকর্তাদের জন্য দুদক চেয়ারম্যানের নতুন নির্দেশনা

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৫২

সরকারি কর্মকর্তাদের জন্য দুদক চেয়ারম্যানের নতুন নির্দেশনা

দেশের সকল সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছেন দুদক চেয়ারম্যান করে ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘আপনারা আপনাদের বিবেক ও বুদ্ধি বিবেচনার মতো কাজ করুন। দুদক না দেখে কোনো মামলা করে না।’

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশে এমন কোনো চাপওয়ালা ব্যক্তি নেই, যার চাপের কাছে আপনারা মাথা নত করবেন। তিনি বা তারা যত বড় শক্তিশালী হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। নদী, খাল, সরকারি জমি দখলকারী ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি মানে শুধু অর্থনৈতিক দুর্নীতি নয়- দায়িত্ব যথাযথভাবে পালন না করাও দুর্নীতি।’

দেশে ইয়াবা ও ফেনসিডিল পাচার হয়ে আসে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। তা না হলে আমাদের সন্তানরা লেখাপড়া করবে না।’

তিনি বলেন, ‘অনেকে বলেন টাকা হলে ক্ষমতা বাড়ে, কিন্তু আমরা প্রমাণ করেছি টাকা হলে ক্ষমতা বাড়ে না। সমাজে কারা দুর্নীতি করছে তা কৃষি প্রদর্শনী প্লটের মতো আমরা দেখিয়ে দেব।’

ব্যাংক, বিকাশ এবং অনলাইন ব্যাংকিংয়ের কথা উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা অবৈধ টাকা প্রেরণ বন্ধ করব।’

যেকোনো ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য দিতে ১০৬ নম্বরে নাম–পরিচয় না দিয়ে তথ্য দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান চেয়ারম্যান। বলেন, ‘মাদক গডফাদার হোক আর সাধারণ গডফাদার হোক, কোনো ধরনের দুর্নীতিবাজ বাদ যাবে না। তিনি যত বড় আমলা বা রাজনীতিক হোন না কেন।’

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত