ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আইসিজের আদেশে শান্তিপ্রিয় মানুষের বিজয়: আইনমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ২১:৪৫

আইসিজের আদেশে শান্তিপ্রিয় মানুষের বিজয়: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে যে আদেশ দিয়েছে, তাতে সারা বিশ্বের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষের বিজয় হয়েছে। আদেশে পরিলক্ষিত হয়েছে সারা বিশ্বের মানুষ চায় রোহিঙ্গাদের সমস্যার সমাধান হোক।

তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের প্রকৃত আবাসভূমি ফিরিয়ে দিলেই এই সমস্যার সমাধান হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম 'ল' ইয়ার্স এসোসিয়েশনের (ডুলা) নতুন কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের বাইরে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, আইনজীবীরা হচ্ছে সমাজের বিবেক। তাই তাদের নিজস্ব অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। আইন পেশার মর্যাদা রেখে দায়িত্ব পালন করতে হবে। আইনজীবীদের প্রচেষ্টায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।

এসোসিয়েশনের সভাপতি এস এম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি মো. রেজাউল হাসান, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ প্রমুখ বক্তৃতা করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত