ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ২১:৪৭  
আপডেট :
 ২৩ জানুয়ারি ২০২০, ২১:৫৪

সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ
প্রতীকী ছবি

দিনাজপুরে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, প্রথম আলোর সম্পাদকসহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুরের ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে নীমতলা দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি দুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজ’র স্টাফ রিপোর্টার মো. হুমায়ূন কবির, দৈনিক আজকের প্রতিভা’র বার্তা সম্পাদক মো. আব্দুর রহমান, দৈনিক আলোকিত দিনাজপুর’র স্টাফ রিপোর্টার ও দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহবুবুল হক খান, দৈনিক দেশ রুপান্তরের দিনাজপুর প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ।

মানববন্ধনে দৈনিক নবচেতনার দিনাজপুর প্রতিনিধি মো. আব্দুস সাত্তার, দৈনিক আমাদের অর্থনীতির দিনাজপুর প্রতিনিধি মো. ইউসুফ আলী, দিনাজপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুর ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকরীদের ৪৮ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের কথা বলা হলেও গত ৮ বছরেও কোন সুরাহা করতে পারেনি সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসন। এদিকে দেশের সাংবাদিক সমাজ আজও নির্যাতনসহ ডিজিটাল আইনে মামলার শিকার হচ্ছেন।

মানববন্ধন থেকে সাংবাদিকরা ডিজিটাল আইন বাতিল ও সাগর-রুনি হত্যার দ্রুত বিচারের দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত