ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে ছিনতাই, আটক ৩

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ০২:৫৩  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২০, ০৩:০১

জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে ছিনতাই, আটক ৩

গোপালগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট, নগদ টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালত চলাকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের আদালতের সামনের বারান্দায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার এস.আই তারিকুর রহমান জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অষ্টম তলায় ৫/৬ জনের একটি ছিনতাইকারী দল আদালতে মামলার হাজিরা দিতে আসা কাশিয়ানী উপজেলার শাকিল মোল্লাসহ আরো ৩/৪ জনকে ভয়ভীতি দেখিয়ে বেশ কিছু টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আদালতের নিরাপত্তায় নিয়োজিত এ.এস.এই মো: আজিজুল ইসলাম ছিনতাইকারী তুহিন খান (২৪), আরমান কাজী (২০) ও মাহফুজ সরদারকে (১৯) আদালত চত্ত্বর থেকে আটক করেন।

আটক তুহিন খান ও মাহফুজ সরদারের বাড়ি জেলা শহরের পাঁচুড়িয়ায় ও আরমান কাজীর বাড়ি শহরতলীর চরমানিকদাহ গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত