ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

‘বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না’

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৩৪

‘বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না’
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইভিএম নিয়ে যে কথা বলেছেন তা তার মনগড়া কথা, এটা তাদের অভ্যাস। তারা চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপির সৃষ্টি করা ভোট কারচুপির রাজত্ব থেকে বেরিয়ে আসতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। সহজভাবে ভোট দেয়ার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ তাদের ভোট যেন সহজভাবে প্রয়োগ করতে পারে, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তিতে যেন আমাদের নির্বাচন হয় সে জন্যই নির্বাচনে ইভিএমে ব্যবহার করা হচ্ছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশে ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত