ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘একলগে পাঁচজনের লগে প্রেম কইরো না’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ২১:১৯

‘একলগে পাঁচজনের লগে প্রেম কইরো না’

আধুনিক মোবাইলের এই যুগে অনেকেই এখন একসাথে একাধিকজনের সঙ্গে প্রেম করছে ও এ হার বাড়ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, ‘এর পরিণাম ভয়াবহ, বাড়ছে বিয়ে বিচ্ছেদের পরিমাণ।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্যে নিজের এই পর্যবেক্ষণ তুলে ধরেন রাষ্ট্রপতি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের নিয়ে অনেক খারাপ কথা শুনি। মোবাইল নিয়ে প্রেম কর। প্রেম করা খারাপ না। তবে একলগে পাঁচজনের লগে কইরো না। একজনের লগে প্রেম কইরা ১৫ দিন পরে আরেকজনের লগে কর, এটা করা ঠিক নয়।’

রাষ্ট্রপতি বলেন, ‘এর পরিণাম খুব ভয়াবহ হচ্ছে। ডিভোর্সের হার অনেক বেড়ে যাচ্ছে। একটা বাচ্চা হওয়ার পরও ডিভোর্স হচ্ছে। তাহলে এই বাচ্চাটার পরিণতি কী? আমাদের কালচারে এমন হওয়ার কথা নয়। আমাদের কৃষ্টিতে এমন হওয়ার কথা নয়। এখন অহরহ হচ্ছে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত