ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

শিক্ষার্থীদের বাস ভাড়া মাত্র ৫টাকা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১১:২৩  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২০, ১৩:০০

শিক্ষার্থীদের বাস ভাড়া মাত্র ৫টাকা!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিআরটিসিকে ১০টি দোতলা বাস উপহার দিয়েছেন। একজন শিক্ষার্থী ৫ টাকা ভাড়া দিয়ে বাসগুলোয় যাতায়াত করতে পারবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের এই ১০টি দোতলা বাস নগরীর বহদ্দারহাট হয়ে বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, কোতোয়ালি ও নিউ মার্কেট গিয়ে থামবে। এ ছাড়া অক্সিজেন মোড় থেকে আগ্রাবাদ হয়ে মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা মোড় এবং টাইগারপাস এলাকায় এ বাস থামবে। নির্দিষ্ট স্থান থেকে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে বাসে উঠতে পারবে।

উল্লেখ্য, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আলাদা বাসসেবা চালুর দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৫ এপ্রিল শিক্ষার্থীদের জন্য ১০টি বাস বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত দিন ধরে দ্বিতল বাসের চালকসংকট ও পরিবহন ব্যয় সংস্থানের কারণে বিষয়টি এত দিন ঝুলে ছিল। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মাসিক বিজ্ঞাপন চুক্তি হওয়ার পর সেই সমস্যা দূর হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত