ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রোববার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৮:১১  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২০, ১৮:৩০

রোববার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই-দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, রবিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতীয় রপ্তানিনিকারকরা আগামীকাল বন্দর দিয়ে কোন প্রকার পণ্য রপ্তানি বা আমদানি করবেন না। এ কারণে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে পানামা পোর্ট অভ্যন্তরে সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পানামা পোর্টেও জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামান জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতই চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত