ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি পালন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:৩৫

গোপালগঞ্জে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি পালন

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা। সোমবার শীত উপেক্ষা করে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা কাজ বন্ধ রেখে দুপুর ১টা পর্যন্ত কর্ম বিরতিঘন্টা কর্মবিরতি পালন করে।

কর্মচারীদের কর্মবিরতি চলাকালে চরম ভোগান্তিতে পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ। তারা কাজ করাতে না পেরে ফিরে যান। কর্মবিরতি চলাকালে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবি জানিয়ে বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ কালেক্টরট সহকারী মো: নুর ইসলাম খান বক্তব্য রাখেন।

এ কর্মসূচীতে জেলার ৫ উপজেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেণীর সকল কর্মচারী অংশ নেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত