ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জের অবৈধ তিন করাতকলে জরিমানা

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:৪৯

রামগঞ্জের অবৈধ তিন করাতকলে জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বাঁশঘর ও বালুয়া চৌহমুনী এলাকায় কয়েকটি করাতকলে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

সোমবার দুপুরে লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল চালানোর দায়ে বাঁশঘর মোহাম্মদীয়া স-মিল, মাসুদ স-মিল ও বালুয় চৌমুহনী রহিম স-মিল মালিকদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স-মিলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রামগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ৫৬টি করাতকল আছে। এর মধ্যে ৩০টি করাতকলে লাইসেন্স রয়েছে, ৩টির বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসের জাহান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্রমান্বয়ে সকল করাতকলে অভিযান চালানো হবে। যেসব করাতকল অবৈধভাবে চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ৩টি স-মিলের লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত