ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনাভাইরাস: ২ সপ্তাহের আগে বের হতে পারবেনা কোনো বিদেশি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২০, ০৬:৫৮

করোনাভাইরাস: ২ সপ্তাহের আগে বের হতে পারবেনা কোনো বিদেশি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামি ২ সপ্তাহ পর্যন্ত উহানে কোনো বিদেশি নাগরিককে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ। একইসঙ্গে সেখানে কোনো কাউকে ঢুকতেও দেওয়া হবে না।

চীনে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। সোমবার চীনের বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকাকে এই তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে তৎপরতা শুরু করেছে। সরকার থেকে ফিরতে আগ্রহীদের তালিকা করারও প্রস্তুতি চলছে।

তবে চীনে কোনো প্রবাসী বাংলাদেশি এখনো ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের উহানে ৩ থেকে ৪শ’ বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ীও এখনো কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। এই হটলাইন নম্বর (৮৬ )-১৭৮০১১১৬০০৫।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত