ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ইশরাকের ইশতেহারে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২০, ১২:২৯  
আপডেট :
 ২৮ জানুয়ারি ২০২০, ১৫:৪৬

আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ইশরাকের ইশতেহারে

ঐতিহ্যের সঙ্গে আধুনিকায়নের পথে বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইশরাক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে ইশরাক হোসেন বলেন, ‘দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা, সামাজিক ও মানবিক মূল্যবোধ, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলনে মাদকমুক্ত, যানজট-দূষনমুক্ত, মশা, জলাবদ্ধতামুক্ত, ভারসাম্যমূলক এবং পরিবেশসম্মত বিশ্বমানের বাসযোগ্য এক অত্যাধুনিক ঢাকা গড়ার প্রত্যয় আমার।’

তিনি বলেন, ‘গর্বের ঐতিহ্যবাহী এই ঢাকা মহানগরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে এই ঢাকা শহরেই নিজের জীবন বাজি রেখে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন আমার পিতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। সেটি ১৯৭১ সালের কথা। আজ ২০২০। এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে পরপারে চলে গেছেন আমার বাবা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকা। গত ৭ নভেম্বর তাঁকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়েছে। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারিনি আমি এবং আমার পরিবার। এই পরিস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত ও আপনাদের প্রত্যাশার কথা ভেবে আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে রাজধানীবাসীর সেবা করার প্রত্যাশায় আপনাদের সামনে হাজির হয়েছি।’

ইশরাক বলেন, ‘আমার বাবার অসমাপ্ত কাজ শেষ করে আমি আপনাদের বাসযোগ্য ঢাকা উপহার দিতে চাই। আপনারা জানেন এই শহরেই আমার বেড়ে ওঠা। আমার কৈশোর, যৌবন আপনাদের সাথেই কেটেছে। আমি ঢাকার সন্তান। ঢাকাই আমার আদি নিবাস। আপনারাই আমার স্বজন। আমি জানি আমাদের চারপাশে রয়েছে অনেক সমস্যা। অনেক অসমতার উদাহরণ। কিন্তু সমস্যার উল্টোপিঠেই আছে সমাধান। খুঁজে নিতে হবে সেগুলো। এগিয়ে আসতে হবে সততার সঙ্গে। আমার স্বপ্ন সবাইকে সাথে নিয়ে ঐতিহ্য আর আধুনিকতার সম্মিলনে একটি অত্যাধুনিক ঢাকা গড়া।’

তিনি আরো বলেন, ‘এই দেশ যারা বুকের রক্তে ও অপরিসীম ত্যাগে সৃষ্টি করেছেন, আমি শুরুতেই সেই সব বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই নগরীর পৌরসভাকে যিনি সিটি কর্পোরেশনে উন্নীত করেছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং এই নগরীর উন্নতির জন্য যারাই ভূমিকা ও অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান নিবেদন করছি।’

বিএনপির দক্ষিণের এই মেয়র প্রার্থী বলেন, ‘বাংলাদেশে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, যার নেতৃত্বে আমাদের ভোটের অধিকার ফিরেছিল, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিহিংসা ও অবিচারের শিকার হয়ে আজ অসুস্থ অবস্থায় কারাগারে। আমরা এই নগরীর আসন্ন নির্বাচনকে সেই অন্যায়ের প্রতিকার ও তার মুক্তির আন্দোলনকে বেগবান করার একটি লক্ষ্য হিসেবেও নিয়েছি। সকল মতাদর্শের ঐকতান রচনার জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ায় সেতুবন্ধন রচনা করে সকল প্রকার বৈষম্য ও ভেদবুদ্ধির বেড়াজালকে অতিক্রম করে বিভাজন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যতমুখী এবং নতুন ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্বমানের মহানগরী উপহার দেয়াই আমার স্বপ্ন। প্রবীণের অভিজ্ঞতা আর তারুণ্যের প্রাণশক্তি কাজে লাগিয়ে শুরু করতে চাই আমাদের পথচলা। ঢাকা দক্ষিণকে গড়তে চাই আধুনিক, বাসযোগ্য এবং আদর্শ নগরী হিসেবে।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, হাবীব উন নবী খান সোহেল, নবীউল্লাহ নবী, আফরোজা আব্বাসসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া আ স ম আবদুর রব, মাহামুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. রেজা কিবরিয়া, অধ্যাপক নুরুল আমিন বেপারী, সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন,গনফোরামে যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত