ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মিতালীর সহায়তায় দেওড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১১:২৩  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২০, ১১:২৫

মিতালীর সহায়তায় দেওড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলের দেওড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে ব্রিটিশ কাউন্সিলের তত্বাবধানে পিফরডি (প্লাটফরমস্ ফর ডায়লগ) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে ‌‘মা শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে’ সচেতনতা বৃদ্ধির কাজ।

মিতালীর কার্যালয় সংলগ্ন মাঠে এ ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প চলে।

দিনব্যাপী এ কর্মসূচীতে দেড় শতাধিক রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আনাস ইবনে মালেক ও ডা: লিটন খন্দকার। এছাড়া নিরীক্ষার মাধ্যমে দুই শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন প্যাথলজিষ্ট মো. জাহাঙ্গীর মিয়া।

উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের জেলা সহায়ক মো. ইউনুছ আলী, মিতালীর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, প্রভাতি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরএকে শাহিন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত