ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

রংপুরে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৪২  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২০, ২০:০২

রংপুরে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় সহায়তা করে। খেলাধুলা শিশুদের মাঝে দেশপ্রেম, ভ্রাতৃত্ব ও নেতৃত্ব গুণাবলী তৈরি করে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকদের পেনশন নিয়ে সুখবর!

বুধবার রংপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৯ এর রংপুর বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আরো পড়ুন: সাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প, ধেয়ে আসছে সুনামি

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়ে অমিত সম্ভাবনা আর অদম্য উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট দুটি দেশের সীমানা পেরিয়ে সৌরভ ছড়িয়েছে বিদেশের মাটিতেও।

তিনি বলেন, আজকের ক্ষুদে খেলোয়াড়েরা একদিন বড় হয়ে বিদেশের মাটিতে খেলে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

আরো পড়ুন: প্রাথমিকে উত্তীর্ণ নতুন শিক্ষকদের যোগদান যথাসময়ে

রংপুর বিভাগের কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ, রংপুর রেঞ্জের ডিঅইজি দেবদাস ভট্টাচার্য্য ও রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত