ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সিটি করপোরেশন নির্বাচন: আরামবাগে সংঘর্ষ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৪  
আপডেট :
 ০১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৯

সিটি করপোরেশন নির্বাচন: আরামবাগে সংঘর্ষ

রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় দু’পক্ষের মধ্যে ঢিল ছুড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ৮ টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক এবং স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর বৈশাখী সাঈদের (মমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাইদের স্ত্রী) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শুনেছেন বলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কিছু ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয়। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত