ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ভোটার কম হওয়ার তিন কারণ জানালেন তথ্যমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৯  
আপডেট :
 ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২

ভোটার কম হওয়ার তিন কারণ জানালেন তথ্যমন্ত্রী

সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার তিন কারণ জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ঢাকায় তিন কারণে ভোটাররা ভোট দিতে যাননি। প্রথমত তিন দিনের টানা ছুটি, দ্বিতীয়ত ইভিএম নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণা এবং তারা নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে নেওয়া।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন ঢাকার ইতিহাসে সুন্দর, শান্তিপূর্ণ ও একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও এবং কোনো কেন্দ্রে গোলযোগ ও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আর নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা আজ রোববারের হরতালে জনগণ সাড়া না দিয়ে তাদের অভিযোগগুলোও প্রত্যাখ্যান করেছে।

তথ্যমন্ত্রী বলেন, সব বিচারে ঢাকা শহর এবং স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত