ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

কম ভোট পড়ল কেন, গবেষণার বিষয়: ইসি সচিব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬  
আপডেট :
 ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০

কম ভোট পড়ল কেন, গবেষণার বিষয়
মো. আলমগীর। ফাইল ছবি

নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রত্যাশার চেয়ে অনেক কম ভোট পড়েছে। এর কারণ জানতে গবেষণা করতে হবে।

রোববার নির্বাচন ভবনে ভোটের ফল নিয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটের কাস্টিংয়ের হার উত্তরে ২৫ দশমিক ৩০ শতাংশ ও দক্ষিণে ২৯ দশমিক ০০২ শতাংশ। গড়ে দুই সিটিতে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। আমরা কাস্টিংয়ের এ হারে অসন্তুষ্ট না, তবে আরো ভোট পড়লে খুশি হতাম। ধারণা ছিল, ৫০ শতাংশের মত ভোট পড়বে। যেহেতু সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য যতরকম কার্যক্রম গ্রহণ করা উচিত তা নির্বাচন কমিশন নিয়েছিল। কেন কম পড়ল তা গবেষণার বিষয়।

আগামীকালের মধ্যে সব প্রার্থীর পোস্টার সরানোর নির্দেশ দিয়ে আলমগীর বলেন, যদি নির্বাচন সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে সরাতে হয় তাহলে প্রার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ১৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের সবকটির ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

শনিবার সারাদিন ভোট গ্রহণ শেষে রাতে প্রথমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফল প্রকাশ করা হয়। এরপর রাত প্রায় পৌনে ৩ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভোটের হার যথাক্রমে ২৯ শতাংশ ও ২৫ দশমিক ৩০ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত