ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ পন্ড, কনের মাকে অর্থদণ্ড

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৬

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ পন্ড, কনের মাকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামে অপ্রাপ্ত বয়স্ক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের মাতা সোনাভানুমকে নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের এশিয়াপাড়ার এই সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক মোহাম্মদ সাদিকুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিয়ের সংবাদ পেয়ে সোমবার রাতে ঘটনাস্থল শংকরচন্দ্র গ্রামে কনের বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, স্থানাীয় ইউপি সদস্য ও আনছার ব্যাটালিয়নের সদস্যসহ গ্রামের সর্বস্তরের মানুষ।

ইউএনও কনের মাকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করাসহ বাল্যবিয়ে আইন সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন বিচারক। আর যাতে কোন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বাল্যবিয়ের শিকার হতে না হয় সে বিষয়ে সবাইকে সর্তকতা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত