ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

কিশোরগঞ্জে হত্যায় মামলায় একজনের মৃত্যুদণ্ড

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩

কিশোরগঞ্জে হত্যায় মামলায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের তাড়াইলের মারুফা হত্যায় মামলায়র রায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১০ মে বিকেলে লাকড়ী শুকানোকে কেন্দ্র করে তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হীমা আক্তারের সঙ্গে একই গ্রামের আঃ রশিদের কন্যা মারুফা আক্তারের কথা কাটাকাটি হয়।

এ ঘটার জের ধরে রাতের কোন এক সময়ে মারুফা আক্তারকে গামছা দিয়ে হাত পা বেঁধে ধান ক্ষেতের ড্রেনে নিয়ে ধারালো কাচি দিয়ে জবাই করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় মারুফার পিতা আবদুর রশিদ বাদি হয়ে তাড়াইল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করেন।

পরবর্তীতে এদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুর রহিম মামলার আসামি জনৈক রইছুদ্দিনের ছেলে বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা এবং অপর দুই আসামি হীমা আক্তার ও তার রতনকে বেখসুর খালাস প্রদানের আদেশ দেন।

  • সর্বশেষ
  • পঠিত