ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ঢাকা সিটি নির্বাচনে ভোটার প্রতি খরচ ৭৯ টাকা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯

ঢাকা সিটি নির্বাচনে ভোটার প্রতি খরচ ৭৯ টাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে খরচ হয়েছে মোট ৪৩ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। আর দুই সিটিতে মোট ভোটার ছিলেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এই হিসেবে ভোটার প্রতি খরচ ৭৯ টাকার বেশি।

বাড়তি খরচ সম্পর্কে ইসির কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতার পরিমাণ বৃদ্ধি পাওয়া, অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি, জনবল বৃদ্ধি, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এসব কারণে এবার ঢাকার দুই সিটি নির্বাচনের খরচ বেড়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তা এবং ৪৩ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালনের সময় এই ৪৫ কর্মকর্তার আপ্যায়ন খরচ হিসেবে দেখিয়েছেন ২২ লাখ ১৫ হাজার টাকা।

প্রসঙ্গত, এবার ঢাকার দুই সিটিতে ৪৩ কোটির বেশি খরচ হলেও ২০১৫ সালে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মোট খরচ ছিল প্রায় ২৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার ১৮২ টাকা।

এবারের নির্বাচনে উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন পরিচালনা ব্যয় হয়েছে ২১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত