ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পাবনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৪

পাবনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়ালব্রিজ ও ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী দক্ষিণ সারুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত বৃদ্ধা কানে কম শুনতেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তিনি বড়াল ব্রিজ থেকে ভাঙ্গুড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। এমন সময় ৩১১০ নং মৈত্রি এক্সপ্রেস (ঢাকা-কালকাতা) ট্রেনটি তার কাছে চলে আসে। পরে একাধিকবার হর্ন দিলেও তিনি রেললাইন থেকে সরে যাননি। এতে ট্রেনের নীচে পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার মৃতদেহের পাশে পলিথিনের প্যাকেটে খাবার পড়ে থাকতে দেখো গেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, নিহত নারী একজন ভিক্ষুক বলে স্থানীয় সূত্র জানায়। তবে তার নাম-ঠিকানা জানা যায়নি। সিরাজগঞ্জ রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেল পুলিশের এএসআই বিপ্লব হোসেন জানান, আমরা খবর পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত