ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জে নকল করায় তিন পরীক্ষার্থী বহিষ্কার

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১

হবিগঞ্জে নকল করায় তিন পরীক্ষার্থী বহিষ্কার
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে উপজেলার জগদীশপুর জেসিহাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দুই শিক্ষার্থী ও গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলো, সৈয়দ সঈদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মিয়া ও শাহীনুর মিয়া সাগর এবং ধর্মঘর সাউথ কাশিম নগর হাই স্কুলের শিক্ষার্থীর নাম পাওয়া যায়নি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশের ন্যায় রোববার মাধবপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে এসএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে জগদীশপুর জেসিহাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দুই শিক্ষার্থী ও গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে নকল করার সময় হাতেনাতে ধরেন কেন্দ্র সচিবরা। পরে তারা নকল করার কথা স্বীকার করলে তাদের বহিষ্কার করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত