ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

বিপন্ন ‘ভুবন চিল’ দুটো বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৩  
আপডেট :
 ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১০

বিপন্ন ‘ভুবন চিল’ দুটো বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’ এর চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির দুটি ভুবন চিল বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, গত সপ্তাহে ঘোড়শাল ও জালালপুর যমুনার চর থেক বিপন্ন প্রজাতির দুটি ভুবন চিল আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ৮ দিন ধরে সেগুলোর চিকিৎসা ও সেবাযত্ন করেন তিনি। রোববার রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্ট গার্ড লালন উদ্দিনের কাছে ভুলন চিলগুলো হস্তান্তর করা হয়।

মামুন বিশ্বাস বলেন, এক সময় এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির প্রচুর চিল বসবাস করলেও বর্তমানে চিলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। আমরা সবাই যদি সচেতন হই তাহলে বন্যপ্রাণী রক্ষা পাবে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির মুঠোফোনে জানান, উদ্ধার করা ভুবন চিল দুটিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসা শেষে দুইটি চিলকে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত