ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব ওরস শরীফের প্রস্তুতি চূড়ান্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫  
আপডেট :
 ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৭

খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব ওরস শরীফের প্রস্তুতি চূড়ান্ত

হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী’র ‘মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২০’-এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি শেরপুরের সদর উপজেলার পাকুরিয়াস্থ পাকুরিয়া দরবার শরীফে এই আয়োজন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই মহা-সম্মেলনকে কেন্দ্র করে অনুসারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্মিক উত্তরাধিকার এবং জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বৃহস্পতিবার বাদ ফজর পাকুরিয়া দরবার শরীফের মূল টাওয়ারে ‘আল্লাহু আকবার’ পতাকা উত্তোলন করেন।

বিশ্ব ওরস শরীফ শুরুর আবেগঘন ঐতিহ্যবাহী এ পর্বে জাকের পার্টি ও সহযোগী সংগঠন এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ শরীক হন।

শুক্রবার জুমার নামাজ এবং নির্ধারিত অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ওরস শরীফের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে।

এদিকে প্রথমবারের মতো শেরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এ মহা মিলনমেলাকে কেন্দ্র করে গোটা এলাকাসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মহামিলন মেলার সুবিশাল আয়োজনের প্রস্তুতিতে সর্বস্তরের এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতিক্রমী নজির স্থাপন করে চলছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত