ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

যুদ্ধাপরাধী সোবহান মারা গেছেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৮  
আপডেট :
 ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১০

যুদ্ধাপরাধী সোবহান মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সোবাহান (৮০) মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন সোবহানের আত্মীয় গোলাম হাদী সাঈদী।

হাসপাতাল সূত্র জানায়, যুদ্ধাপরাধী সোবহান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পরে গত ২৪ জানুয়ারি তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের ডিউটিরত সহকারী প্রধান কারারক্ষী মো. শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আব্দুস সোবাহান মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসির আসামি ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত