ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

ভালোবাসা দিবসে কাপল মেলা

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:০০  
আপডেট :
 ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:১০

ভালোবাসা দিবসে কাপল মেলা

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যতিক্রমি উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'কাপল মেলা'। দেশের বিভিন্ন স্থান থেকে আগত দম্পতিরা এ মেলায় অংশগ্রহণ করেন। দিনভর আড্ডা ও নাচ-গানের মধ্যদিয়ে দিনটিকে উপভোগ করেন কাপলরা। ভালবাসা দিবস উপলক্ষে শুক্রবার দিনব্যাপী কুয়াকাটা ইলিশ পার্ক এ মেলার আয়োজন করে।

জানা গেছে, কাপলদের পরিচিতি সভার মধ্যেদিয়ে এ মেলার সূচনা। এরপর সৈকতে ঘুড়ি উড়ানো, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা ও ইলিশ পার্কে বালিশ খেলা, বল নিক্ষেপ ও সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে প্রত্যেকেই লাল রঙের পাঞ্জাবি ও লাল শাড়ি ছিল বাড়তি আকর্ষণীয়। এতে দেশের বিভিন্ন স্থানের ১৪ দম্পত্তি অংশগ্রহণ করেন।

ঢাকা থেকে আসা কাপল পর্যটক শাহজাহান জানান, এই প্রথমবারের মতো প্রিয়জনকে নিয়ে এ মেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে।

কাপল পর্যটক মৌ বলেন, ১৪ ফেব্রুয়ারিতে এই প্রথম কাপল মেলায় অংশগ্রহণ করে ভালোবাসা দিবস উদযাপন করলাম।

কুয়াকাটা ইলিশ পার্কের ব্যাবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটাকে বিশের মাঝে আরো পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সবার সহযোহিতা পেলে সামনের বছরগুলোতে এ মেলার আয়োজন করার চিন্তা-ভাবনা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত