ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দিনে লেখা নিষেধ, রাতে পরীক্ষা দিল ২৯ শিক্ষার্থী

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:২০

দিনে লেখা নিষেধ, রাতে পরীক্ষা দিল ২৯ শিক্ষার্থী

ধর্মীয় নিয়মকানুনের কারণে রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে গোপালগঞ্জ মুকসুদপুর খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৯ শিক্ষার্থী।

শনিবার সন্ধ্যা ৬ থেকে রাত ৯টা পর্যন্ত জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হয়।

ধর্মীয় বিধান মতে, শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় রাতে ২৯ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেয়। শনিবারের খ্রীষ্ট ধর্ম পরীক্ষায় ১৫ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী রয়েছে। তবে এক ছাত্রী অনুপস্থিত থাকার কারণে মোট ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ঢাকা বোর্ডের নির্দেশে অন্যান্যদের সাথে ওই পরীক্ষার্থীদেরকেও সকাল ৯ টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। রাত ৯ টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হয়। পরীক্ষার্থীরা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এ শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারির পরীক্ষাও রাতের বেলায় পরীক্ষা দিবে।

জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মিনতী বৈদ্য বলেন, খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের লোকজন দিনের বেলায় লেখেন না। এটা তাদের ধর্মীয় মতে মানা রয়েছে। যে কারণে ঢাকা বোর্ডের নির্দেশে এসব শিক্ষার্থীদের রাতে পরীক্ষা নেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত