ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

সেই গণধর্ষণ মামলায় সাক্ষী দেওয়ায় মারধরের অভিযোগ

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪০

সেই গণধর্ষণ মামলায় সাক্ষী দেওয়ায় মারধরের অভিযোগ

গেলো জাতীয় নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনার মামলায় সাক্ষী দেওয়ায় নির্যাতিতার দেবরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার মধ্যম বাগ্গা গ্রামের একরাম নগরের বাকেরের দোকান এলাকার সিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে আহত কালামের ভাবি ও ভাই জানান, গত রোববার কালাম ধর্ষণের মামলার আদালতে সাক্ষী দেন। যার জের ধরে রুহুল আমিনের লোকজন শনিবার সকালে কালামকে ঘটনাস্থলে ডেকে নিয়ে বেঁধে বেদম মারধর করে। পরে চরজব্বার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির সহযোগিতা করেন।

তবে চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, আহত কালামের বড় ভাই হাসেম সম্প্রতি ইটভাটায় কাজে নিয়ে সুমন নামে এক কিশোরকে মারধর করে তার পা ভেঙে দেয়। এ ঘটনায় হাসেমের পক্ষ হয়ে কালাম সুমনের চিকিৎসাভার নেয়। কিন্তু ভালো চিকিৎসা না পাওয়ায় বর্তমানে তার পা কেটে ফেলার অবস্থা দাঁড়িয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে কালামকে মারধর করেছে সুমনের আত্মীয়-স্বজনরা।

তারপরও আহত কালামের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত