ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

নাজমুল হুদার মামলা থেকে সিনহাকে অব্যাহতি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৯  
আপডেট :
 ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২

নাজমুল হুদার মামলা থেকে সিনহাকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা ঘুষের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা।

রোববার ওই মামলায় এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি উল্লেখ করে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাকে অব্যাহতি দেন।

বিএনএ সভাপতি নাজমুল হুদার দায়ের করা মামলায় এস কে সিনহার বিরুদ্ধে সোয়া তিন কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ করা হয়। ২০১৯ সালের ৪ ডিসেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। সে সময় এস কে সিনহার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার প্রার্থনা করা হয় প্রতিবেদনে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলে ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত